আত্নমানবতা সেবা মূলক সংগঠন সন্দ্বীপ সমিতি ইউকের উদ্যেগে অসহায় গরীব ও মেহনতী শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টা মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভূলাই বাড়িতে এ সামগ্রী প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি ইউকের সহ সভাপতি, মাস্টার সামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি লন্ডন প্রবাসী মোঃ নিজাম উদ্দিন, এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক ব্যাংক কর্মকর্তা ফাহেদুল আবেদীন, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সমাজকর্মী দেলোয়ার হোসেন রিয়াদ, রবিউল আলম, সেলিম উদ্দিন সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন সন্দ্বীপ সমিতি ইউকে প্রতিষ্ঠা লাভের পর বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানো, ঈদ উপহার বিতরণ, দুস্থ মেয়েদের বিবাহতে সহযোগিতা সহ নানান সামাজিক কর্মকান্ড প্রশাংসার দাবি রাখে। বক্তরা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড অব্যহত রাখার দাবি জানান।