চট্টগ্রাম -৫ হাটহাজারী সংসদীয় আসন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারী পৌরসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি পৌরসভার বাড়ই পাড়া রক্ষাকালী বাড়ি মন্দির থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। সেখান থেকে খেরুপাড়া, কৃষি ফার্ম, ফায়ার সেন্টার, রঙ্গীপাড়া, হাটহাজারী বাজার, মেডিকেল গেইট, আলীপুর আদর্শ গ্রাম, চন্দ্রপুর, মীরেরহাট, শায়েস্তা খাঁন পাড়া, ফকিরহাট,আজিমপাড়া, হাতিনার দিঘীর পাড়,শাহাজালাল পাড়া, কড়িয়ার দির্ঘীর পাড়, মোহাম্মদপুর, ছড়ারকুল, মুন্সির মসজিদ, ভাঙাপোল প্রভৃতি এলাকায় জনসংযোগ করেন এবং আজিমপাড়ায় এলাকায় নির্বাচনী সভা করেন।
স্হানীয় এলাকাবাসীদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল কাসেম। এতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে বলেন, আমি বিগত সময়ে জনস্বার্থের কথা চিন্তা করে এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য কাজ করছি। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতায় নির্বাচিত হলে, আবারো আপানাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্হা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। আমি পূর্বেও প্রশাসনকে ব্যবহার করে অন্যায় কোন সুযোগ সুবিধা আদায় করিনি। ভবিষ্যতেও করব না।
তিনি নিজে প্রতিহিংসায় বিশ্বাসী নয় বলে উল্লেখ করে তিনার নির্বাচনী এলাকার জনগনও যাতে হয়রানি শিকার না হন সেজন্য সজাগ দৃষ্টি রেখে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
হাবিবুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মোঃ আলী আজম, নুর নবী, রাকিবুল ইসলাম রাকিব, মোঃ শাহেদ, আমিনুল হক, আবদুল মাবুদ আইয়ুব, মোঃ হারুন, আবদুর রহিম, বেলায়েত হোসেন ও আবদুল গনি প্রমূখ। পরে রাতে তিনি হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে ও এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।