রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর মোহাম্মদপুর এলাকায় কৃষি জমির মাটি কাটার দায়ে একটি এস্কেভেটর নষ্ট করে দিয়েছে প্রশাসন। শনিবার (১৬ মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব এ অভিযান পরিচালনা করেন। তবে এ সময় ম্যাজিস্ট্রেট দেখে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রায়হান মেহেবুব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার একটি এস্কেভেটর নষ্ট করে দেওয়া হয়। অভিযান চলমান থাকবে।
এর আগে সাজু শীল ওরপে খতিয়ান সাজু নামে এলাকায় পরিচিত ওই ব্যক্তি কৃষি জমির প্রজেক্টের নাম দিয়ে পাহাড়ের পাদদেশ ও কৃষি জমির মাটি কেটে বিক্রির পায়তারা করছেন। এমন খবরে ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার সময় সাংবাদিক ইসমাঈলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন। একইদিন রাঙ্গুনিয়া থানায় সাজু শীলকে আসামী করে তিনি একটি অভিযোগ করেন।