জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য, কারা নির্যাতিত সাংবাদিক ইব্রাহিম খলিলের পিতা আব্দুল হাদির দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) রাত দশটায় সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামে নামাজে জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযায় তাঁর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিক নেতারা অংশ নেন।
আব্দুল হাদি রবিবার (৬ নভেম্বর) বিকাল পাঁচটায় সৈয়দপুরের বগাচতরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে পবিত্র কোরআনের হাফেজ, ১ ছেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে কর্মরত আছেন। অপরজন দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
এদিকে সাংবাদিক ইব্রাহিম খলিলের পিতা আব্দুল হাদির মৃত্যুতে শোক জানিয়েছে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব। রবিবার সন্ধ্যায় লিখিত এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক সাংবাদিক ইউসুফ খান ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু। এতে সাংবাদিক ইব্রাহিম খলিলের পরিবারের প্রতি সমবেদনা জানান রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।