সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমান আর নেই। গতকাল ১২ আগষ্ট সকাল ৯ টায় সন্দ্বীপের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
গতকাল বিকেল ৫.৩০ মিনিটে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, উক্ত জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মাইটভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা আ লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু তাহের, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সুশীল সমাজের ব্যক্তি সহ হাজার হাজার ব্যক্তি জানাজা নামাজে অংশ গ্রগন করেন।
মাস্টার হাফিজুর রহমান ১৯৬৮ সালে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে তিনি এস এস সি, ১৯৭০ সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে এইচ এস সি ও ১৯৭২ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন, ১৯৭৩ সারে প্রথমে তিনি সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকতা করেন পরবর্তীতে তিনি কিছুদিন মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতা ছেড়ে ১৯৭৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ১৫ নং মাইটভাংগা ইউনিয়নের একটানা ৬ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৩ সনে সন্দ্বীপ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ১৯৮২ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ জাতীয় পাটিতে যোগদান করেন ১৯৮৬ সালে সন্দ্বীপ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক হন, ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন। ১৯৮৫ ও ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদের নির্বাচন করে ২য় স্হান লাভ করেন।