মনোনয়ন পেয়ে নিজ উপজেলায় পৌঁছে হাজারো নেতা কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন।
রবিবার (২৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার উত্তর সীমানার শুরুতে বড় দারোগারহাট বাজারে দুই শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অর্ভ্যথনা জানান।
পরে বড় দারোগারহাট থেকে সিটি গেট পর্যন্ত বেশ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য রাখেন আলহাজ্ব এস এম আল মামুন।
এ সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠালে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে প্রয়োজনীয় সব ধরনের কাজ করে যাবো।
আমি দু-দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দশ বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। কিন্তু উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, সেই তুলনায় সংসদে কাজের ব্যাপক সুযোগ আছে। তাই আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা আদায়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় পিতা ও সাবেক এমপি মরহুম আবুল কাশেম মাস্টারকে স্মরণ করে তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন তিনি।
এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের সাথে মুঠোফোনে কথা হয়েছে বলে জানান। এবং আগামীকাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়িতে যাবেন বলে দুজনকে উদ্দেশ্য করে বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে কিন্তু কোন প্রতিহিংসা ছিলোনা। । উনারা আমার মুরুব্বী। বিভিন্ন কারণে কাজ করতে গিয়ে তাদের সাথে আমার কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। যেটা অত্যন্ত স্বাভাবিক। আমরা মিলেমিশে সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করে যাব। দলীয় বিভক্তি ও মান-অভিমান ভুলে সীতাকুণ্ডের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগসহ সবাইকে এক কাতারে এসে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।