চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল মোনাফ (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোনাফ বাড়বকুণ্ডের নতুন পাড়া এলাকার মৃত নুর হোসেনের পুত্র। তিনি পিএইচপি ফ্লোট গ্লাসের বাগানে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে নিঃসন্তান ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, সকাল ১১ টার দিকে বাড়বকুণ্ড এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন এক বৃদ্ধ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।