চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০মে) সকালে উপজেলার মুরুদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও দুই ননদকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন সীতাকুড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।
নিহত ওই গৃহবধূর নাম সাইমা আক্তার (২১)। তার স্বামীর নাম দিদারুল আলম। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে নিহত গৃহবধূর শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর ননদের রক্তমাখা একটি থ্রি পিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।