চট্রগ্রামের সীতাকুণ্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় সীতাকুণ্ড সদরের মুনস্টার কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক ড. কমল কদর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, জহরুল আলম, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, সদস্য সচিব সালে আহমদ সলু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল মোরসালিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, ১নং সৈয়দ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আইনুল কামাল, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভুইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, ৪ নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণত সম্পাদক সরওয়ার কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণত সম্পাদক শাখাওয়াত রাসেল, ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ্, সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, ৭নং কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া মনির, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুউদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নাজিম উদ দোলা, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক খোরশেদ আলাম, ১০ নং ছলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম প্রমুখ।