চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতরু আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন এসআই সুজন শর্মাসহ আরও এক কনস্টেবল ও
সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. শাহাদাত হোসেন।
রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন পুলিশ হলেন সীতাকুণ্ড থানার কনস্টেবল মোহাম্মদ হোসাইন (৩৮) মিজানুর রহমান (৩৭) ও এস্কান্দর আলী মোল্লা (৩৬)। এছাড়া আহত দুইজন হলেন এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক) সমর চন্দ্র সুত্রধর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের টইল গাড়ি জরুরী কাজে সলিমপুর ফকিরহাট রেল ক্রসিং পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে আসা সোনার বাংলায় এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় পরে হাসপাতালে নেওয়ার পথে বাকি দু’জনও মারা যায়। দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ে গেইট ম্যান বিপু ডিউটিতে না থাকায় সিগনাল বাঁশ ওঠানো ছিলো বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ তিন পুলিশ কনস্টেবল নিহতের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সলিমপুরে আসামি ধরতে গিয়েছিলেন। গাড়িতে চালকসহ মোট পাঁচজন পুলিশ সদস্য ছিলেন। কনস্টেবল মিজানুর রহমান দুর্ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর এস্কান্দার ও হোসাইন নামের আরও দুই কনস্টেবল মারা যান। চালক এবং এএসআই সুজন শর্মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেেন সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি জানান, পুলিশের টহল পিকআপকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।