সীতাকুণ্ডে জনসাধারণের মাঝে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা এবং স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি তে এবার সীতাকুণ্ড কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অন্যতম সীতাকুণ্ডের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে সীতাকুণ্ড
চট্টগ্রাম তথা সারা বাংলাদেশ এর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন “সিটিজি ব্লাড ব্যাংক” এবং সীতাকুণ্ড উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন-রক্তের সন্ধানে সীতাকুণ্ড এর সহযোগিতায় এবং রিয়াজ বিন সালেহ আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে উক্ত কর্মসূচী তে সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদ্রাসা প্রাঙ্গণে ৫০০ শিক্ষার্থী এবং আশেপাশে বাজারের জনসাধারণ সহ বিভিন্ন পেশাজীবি শ্রেণীর মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, উপযুক্ত রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদানের উপকারীতা এবং থ্যালাসেমিয়া রক্তরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করেন।
সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর একটাই উদ্দেশ্য- রক্তের অভাবে কেউ মারা না যাওয়া, স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করে দালাল মুক্ত করা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে, বিয়ের আগে স্বামী স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করে কেউ বাহক কিনা তা নিশ্চিত করা।