চট্রগ্রামের সীতাকুণ্ডে চলন্ত একটি লরি দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় সম্পূর্ণ পুড়ে গেছে। আহত হয়েছেন চালক ও তার সহকারী। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে এসে দুজন দুর্বত্ত এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে লরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তারা।
পুড়ে যাওয়া গাড়িটি সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপির বলে জানান তার ফুফাতো ভাই ও ব্যক্তিগত সরকারি মোহাম্মদ জসিম উদ্দিন। গাড়িটি বিএসআরএম থেকে রড় নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিলে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় এলে দূর্বৃত্তরা আগুন দেয়। তিনি আরও জানান পেট্রোল বোমা হামলায় গাড়ির চালক এবং হেলপার আহত হন।
জানতে চাইলে সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম গাড়িটি নিজের বলে স্বীকার করেন এবং তিনি বলেন, জামাত-বিএনপি সারা দেশে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এহেন চোরাগোপ্তা অগ্নি সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে কোন কাজ হবে না, রাস্তায় গাড়ি চলছে- চলবে। একটা কেন আমার দশটা গাড়ি পুড়িয়ে দিলেও গাড়ি চলা বন্ধ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং জামায়াত বিএনপির জ্বালাও পোড়াও প্রতিহত করতে আমি ও আমার কর্মী বাহিনী রাজপথে পাহারায় আছি।