সীতাকুণ্ডে পরকীয়ার টানে স্বামী ইমাম হোসেন রানার সাথে কোন প্রকার বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) না দিয়েই সাজিদ (২০) নামে অন্য এক প্রতিবেশী প্রেমিকের সাথে পালিয়ে গেছে নুসরাত জাহান (১৯) নামের এক গৃহবধূ। স্বামীর ঘর থেকে নগদ টাকা, স্বর্নালংকার ও কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেছেন স্ত্রী এমন অভিযোগ এনে স্বামী রানা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৮টার সময় সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদামবিবিরহাটস্থ জাহানাবাদ গ্রামে।
জানা যায়, ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইমাম হোসেন রানার সাথে দেড় বছর আগে বিয়ে হয় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ মোহাম্মদ ইসহাকের মেয়ে নুসরাত জাহানের। কয়েকমাস আগের থেকে রানার প্রতিবেশী সাজিদের সাথে নুসরাতের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। ইমাম হোসেন রানা বলেন, সাজিদ আমার প্রতিবেশী, তার সাথে ফেসবুকে পরিচয় হয় আমার স্ত্রী নুসরাতের। আমি চাকুরীতে চলে গেলে তারা মোবাইলে যোগাযোগ করতো। ঘটনার দিন রাতে আমার ঘরে কেউ না থাকার সুযোগে সাজিদ মোটর সাইকেল নিয়ে আমার ঘরের সামনে এসে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। রাতে চাকুরী থেকে আমি ঘরে গিয়ে দেখি আলমারী থেকে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকার ও কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় রানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।