দূর্ঘটনা দৃূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সীতাকুণ্ডেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ১৫ নভেম্বর সকাল ১০ টায় (১৫-১৭) নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টোশন অফিসার নুরুল আলম দুলাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাঈদ হোসেন৷
আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব আহবায়ক ইউছুপ খান সহ সীতাকুণ্ড প্রেস ক্লাব ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷