সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির আয়োজনে ও কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা সম্পন্ন হয়েছে৷
২৫ মে সকাল ১০ টায় সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হওয়া এ ক্যাম্পিং উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লেপটেন্যান্ট মোঃ দিদারুল আলম (দিদার), এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক মহিউদ্দিন, ইমাম হোসেন, উজ্জল স্যার, প্রবীর, সুমন ও মহিলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক-দিদারুল আলম জাহাঙ্গীর,সহ এসিস্ট্যান্ট বাবুল চন্দ্র নাথ,আফজাল হোসেন,কল্যানি দাশ প্রমুখ৷
উদ্বোধন কালে কলেজের অধ্যক্ষ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজকদের কলেজ ও ওনার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানান এমন একটি মহৎ ও মানবিক কাজের জন্য৷
সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পিং চলে, আর এতে ৫ শতাধিক ছাত্রীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন কেয়ার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতাহের হোসাইন ও পরিচালক মন্ডলির সদস্য জনাব মো সাফায়ত হোসাইন, ম্যানেজার শাহিদা আক্তার ও টুটুল চৌধুরী৷ সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্হিত ছিলেন সোসাইটির সভাপতি জাহিদুল ইসলাম রুমন, এ্যাডমিন এলিট, টিপু,নওশাদ,তুহিন, আকবর, রাইসা,আকরাম,হারুনুর রশিদ ইমন,বেলাল,জয় প্রমুখ৷