চট্রগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিশেষ টাস্কফোর্স অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার করেছে টাস্কফোর্স টিম। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল অংশগ্রহণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭.৪৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি আটক করে অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধারে বিজিবির প্রশিক্ষিত একটি কুকুর সহযোগিতা করে। গাড়িতে ৪০ জন যাত্রী ছিলেন। সেসময় একটি ব্যাগে তল্লাসী করে এক কেজি হেরোইন উদ্ধার করে। তবে ব্যাগটি কার সেটি সনাক্ত করা যায়নি।
এব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি আপাতত জব্দ করে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। ড্রাইভার জানায়, যাত্রীরা কত কিছু নিয়ে গাড়ীতে উঠে,তাদের মালামালতো আমরা তল্লাসী করতে পারিনা।