চট্টগ্রাম 7:47 pm, Wednesday, 9 October 2024

সীতাকুণ্ডে মাতৃভূমি’র উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শোকাবহ আগস্ট মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক সংগঠন মাতৃভূমি’র উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ‘ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

বিশিষ্ট নারীনেত্রী ও লেখক সুরাইয়া বাকের এর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও শিশু সংগঠক প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি প্রফেসর অশোক সাহা, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, মর্ডান হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সেলিম, ডা. সৈকত দে প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ।

প্রধান অতিথি স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ সৃষ্টির দ্রষ্টা এবং স্রষ্টা। তাঁর সারাজীবনের ত্যাগ তিতিক্ষা ও সাহসী নেতৃত্বের মধ্যে দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেই তাঁর দায়িত্ব শেষ করেননি তিনি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তথা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছেন। স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যখন নিরলস কাজ করে যাচ্ছেন ঠিক তখনি ঘাতকচক্র তাঁকে ও তাঁর পরিবারের (দুইজন ছাড়া) সবাইকে নৃশংসভাবে হত্যা করে। ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় বেঁচে যায় তাঁর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। তাঁর-ই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে  বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো জানানোর উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের  শেষ পর্যায়ে প্রধান অতিথি শিশু কিশোরদের মাঝে মাতৃভূমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের পুরষ্কার প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ১৬২টি পূজামণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর, নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা

সীতাকুণ্ডে মাতৃভূমি’র উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 02:42:57 pm, Saturday, 26 August 2023

শোকাবহ আগস্ট মাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক সংগঠন মাতৃভূমি’র উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ‘ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

বিশিষ্ট নারীনেত্রী ও লেখক সুরাইয়া বাকের এর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও শিশু সংগঠক প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি প্রফেসর অশোক সাহা, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, মর্ডান হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সেলিম, ডা. সৈকত দে প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ।

প্রধান অতিথি স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ সৃষ্টির দ্রষ্টা এবং স্রষ্টা। তাঁর সারাজীবনের ত্যাগ তিতিক্ষা ও সাহসী নেতৃত্বের মধ্যে দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেই তাঁর দায়িত্ব শেষ করেননি তিনি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তথা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছেন। স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যখন নিরলস কাজ করে যাচ্ছেন ঠিক তখনি ঘাতকচক্র তাঁকে ও তাঁর পরিবারের (দুইজন ছাড়া) সবাইকে নৃশংসভাবে হত্যা করে। ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় বেঁচে যায় তাঁর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। তাঁর-ই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে  বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো জানানোর উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের  শেষ পর্যায়ে প্রধান অতিথি শিশু কিশোরদের মাঝে মাতৃভূমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের পুরষ্কার প্রদান করেন।