সারাদেশের মত সীতাকুণ্ডেও পালিত হয়েছে বই উৎসব। বিনামূল্যে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুরু হয়।
১ জানুয়ারী (রোববার) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে চট্টগ্রাম জেলার বই উৎসাব উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান৷
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উল্লাস ছিল চেখে পড়ার মতো। যেমন খুশি শিক্ষার্থীরা তেমনী খুশি সকল অভিবাকরাও। সকলে নতুন বইয়ে আনন্দে আনন্দিত। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের প্রথম দিনে বই পাওয়ায় তারা আগে ভাগেই লেখাপড়া শুরু করতে পারবে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী৷ এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ৷
উল্লেখ্য, সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে এবং এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে।