চট্রগ্রামের সীতাকুণ্ডে জাতীয় দৈনিক সময়ের আলো’র ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
সীতাকুণ্ড প্রতিনিধি মেজবাহ উদ্দীন খালেদ এর উদ্দৌগে শুক্রবার বিকাল ৫ টায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সময়ের আলো পত্রিকার সীতাকুন্ড প্রতিনিধি মেজবাহ উদ্দীন খালেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন , দৈনিক যুগান্তরের পাহাড়তলী প্রতিনিধি কবির শাহ দুলাল, চট্রগ্রাম উওর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য শেখ সাইফুদ্দিন খালেদ , দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, বিজয় টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি ফারহান সিদ্দিক, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মামুনুর রশিদ মাহিন, আজকালের খবর প্রতিনিধি ইমাম হোসেন ইমন, বাংলা টিভির প্রতিনিধি মহিউদ্দীন, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি সাজ্জাদ হোসেন, ঢাকা টাইমসের প্রতিনিধি শেখ নাদিম, দৈনিক নতুন দিন প্রতিনিধি আব্দুল মামুন, মহরম আলী বাপ্পি সহ শুভাকাঙ্ক্ষীগণ।
এসময় বক্তারা সময়ের আলো পত্রিকার সাফল্য কামনা করেন এবং সময়ের আলো পত্রিকার সীতাকুন্ড প্রতিনিধি মেজবাহ উদ্দীন খালেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন , সাংবাদিক , সীতাকুণ্ড হকারস সমিতির নেতৃবৃন্দ ।