চট্টগ্রামের সীতাকুণ্ডে সেহরির সময় ঘরে আগুন লেগে নিঃস্ব হলেন খালদেমুল ইসলাম মহব্বতের পরিবার। পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মহাদেবপুর এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় পৌর কাউন্সিলর ফজলে এলাহি পায়েল বলেন, এলাকার মসজিদের মাইকে সেহরির সময় আগুন লেগেছে এমন ঘোষণা দিলে এলাকাবাসী আগুন নিভানোর জন্য ঝাপিয়ে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক আগুনের কারণ জানা যায়নি।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, সেহরির সময় রাত ৩টায় পশ্চিম মহাদেবপুর খালদেমুল ইসলাম মোহাব্বতের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হয়। এতে তার টিনসেটের সম্পূর্ণ ঘর পুড়ে যায় এবং প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।