সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে স্মার্ট ভূমি সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, জমির নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। খুব সহজে স্মার্ট ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার ফলে ঘরে বসে অ্যাপসের মাধ্যমে নামজারি আবেদন করা যাবে,খতিয়ান ফ্রিতে ডাউনলোড সহ মাত্র-৩৫টাকায় খতিয়ান প্রিন্ট করে নেওয়া যাবে,
ও যাবতীয় জাইগার খাজনাও পরিশোধ করা যাবে অনলাইনের মাধ্যমে।
সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম বলেন, সারাদেশে ই-নামজারি ও খাজানাদি পরিষোধ অনলাইনে করতে পারবে। যাদের অনলাইনে এই সেবা নিতে অসুবিধা হবে তারা সরাসরি সীতাকুণ্ড ভূমি অফিস থেকেও এ সেবা নিতে পারবে।