সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সোমবার বিকেল-৪ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের আহ্বায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চলনায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহাদাত হোসেন,বিশেষ অতিথি হিসেবে সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম ও প্রদীপ ভট্টাচার্য সাধারণ সম্পাদক সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্হা উপস্হিত ছিলেন।
আলোচনা করেন লায়ন হাজী মো.ইউসুফ শাহ,খোরশেদ আলম, গাজী সামসুল আলম, এ কে এম মসিউদদৌলা ,সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পদক লিটন চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু,সাংবাদিক শেখ সাইফুল ইসলাম রুবেল, মো. বেলাল হোসেন, মো. মনিরুল আজিম হেলাল , নুরুল আবছার, এম ও এইচ কাইয়ুম , মো.মঞ্জুর মোরশেদ চৌধুরী , মো. ইকবাল হোসেন টিপু , আজমল হোসেন হিরু, মো. সোহেল, মো. ওমর ফারুক,কামরুন নাহার,মো.শাহ নেওয়াজ,শাহ সুলতান শামীম,আনিছুল হক প্রমুখ।