চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ্, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনির, ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল, ইউ’পি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহানসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধতন কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।