চট্টগ্রাম 3:04 am, Thursday, 5 December 2024

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ট্রমা সেন্টারের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, লাইন ডাইরেক্টর সি ডি সি ডা. নাজমুল ইসলাম মুন্না, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডা, আবু হোসেন মোহাম্মদ মাইনুল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন  , চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী , সহকারী পরিচালক সমন্বয় ডা আবু সৈয়দ  মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী  অফিসার কে এম রফিকুল ইসলাম,, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী,  সীতাকুণ্ড  পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট ও রোগীর ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ার কারনে এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগীরা আসেন। তাই এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ।

তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যে কোনো ধরনের রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। এছাড়া সংসদ সদস্য এস এম আল মামুনের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স কে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 10:14:18 pm, Friday, 26 January 2024

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ট্রমা সেন্টারের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, লাইন ডাইরেক্টর সি ডি সি ডা. নাজমুল ইসলাম মুন্না, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডা, আবু হোসেন মোহাম্মদ মাইনুল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন  , চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী , সহকারী পরিচালক সমন্বয় ডা আবু সৈয়দ  মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী  অফিসার কে এম রফিকুল ইসলাম,, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী,  সীতাকুণ্ড  পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট ও রোগীর ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ার কারনে এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগীরা আসেন। তাই এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ।

তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যে কোনো ধরনের রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। এছাড়া সংসদ সদস্য এস এম আল মামুনের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স কে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।