১ মে সোমবার রাত আট ঘটিকায় সীতাকুণ্ড ওসমান গণি মার্কেটর নিচ তলায় সীতাকুণ্ড জুয়েলারি সমিতির বিরুদ্ধে অনাস্থা এনে প্রতিবাদ সভা করেছে সমিতির বেশিরভাগ সদস্য
সীতাকুণ্ড জুয়েলার্স এর স্বত্বাধিকারী মিলন দাসের সভাপতিত্বে ও মায়া স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী নিতাই দের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনি জুয়েলার্স এর স্বত্বাধিকারী শিবু ধর।
আরও বক্তব্য রাখেন বাবা জুয়েলার্স এর স্বত্বাধিকারী গৌরাঙ্গ বনিক,কাকলী জুয়েলার্স এর স্বত্বাধিকারী তপন বনিক,চৌধুরী জুয়েলার্স স্বত্বাধিকারী কিশোর চৌধুরী,কল্পনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুজন গান্ধী, উপহার জুয়েলার্স স্বত্বাধিকারী বিপ্লব সহ আরও অনেকে।
রত্না জুয়েলার্সের স্বত্বাধিকারী সঞ্জয় মহাজন সভা পরিচালনা করেন, গীতা পাঠ করেন বিজয় চন্দ্র দে এবং বিগত কমিটি ও যে সকল জুয়েলার্স ব্যবসায়ীগণ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জয় জুয়েলার্সের স্বত্বাধিকারী দীপক বনিক, মানিকবণিক, চন্দ্রিমা জুয়েলার্স এর স্বত্বাধিকারী শিবু বনিক, যুবরাজ জুয়েলার্স এর স্বত্বাধিকারী যুবরাজ নাথ শ্যাম সরকার সুদর্শন বণিক সহ স্বর্ণ শিল্পী সমিতির বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ
প্রতিবাদ সভায় বক্তারা বলেন আমার বাজুস এর নিকট লিখিত অনাস্থা প্রস্তাব দিয়ে আসছি এবং
আগামী ১০ দিনের মধ্যেই অনির্বাচিত কমিটি ভেঙ্গে উপদেষ্টা মন্ডলীর হাতে ক্ষমতা হস্তান্তর করে বাজুস চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে হবে। অন্যথায় এই অনির্বাচিত কমিটির সকল কার্যকলাপ বর্জন করবো ও নিয়ম কানুন না মেনে আমাদের মত আমরা ব্যবসা পরিচালনা করব।