স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির ৯ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড মডার্ণ ক্যাফে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আসিফ ও গীতাপাঠ করেন সুমন দাশ৷
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুমন৷ সীতাকুণ্ড পৌর ব্যবসায়ি দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের এডমিন আকতার হোসাইন এলিট৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্ট এর প্রধান নির্বাহী লায়ন গিয়াস উদ্দিন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান ও সীতাকুণ্ড ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার সমিতির সভাপতি সাঈদ মিয়া, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হাজী মো. ইউচুপ শাহ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সীতাকুণ্ড মডার্ণ হাসপাতাল লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর খালেদ মোশাররফ, বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা মনীষার প্রধান নির্বাহী এসএম আজমল হোসেনে, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণত সম্পাদক ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর বিএসসি, মেরিস্টোপ সীতাকুণ্ডের প্রতিনিধি ইমাম হোসেন স্বপন, ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফোরাম (ডিডিএফ) এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ ভূঁইয়া প্রমুখ৷
উক্ত অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে সংগঠনটির প্রতি ভালবাসা ব্যক্ত করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও সবসময় সংগঠনটির পাশের থাকার আশ্বাস দিয়ে বলেন, এই সংগঠন একদিন ১০০ বছর পূর্তি উদযাপন করবেন৷
অনুষ্ঠানের শেষে সংগঠনের এক্টিভ মেম্বার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷ এছাড়াও আমন্ত্রিত উপস্থিত সকল অতিথি ও সংগঠন প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷