ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ সুনিপণ সংঘের উদ্যোগে ক্লাবের প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“শিক্ষ ও উন্নয়ন, সেবায় আমরাই হব সবার সেরা” এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুনিপুণ সংঘের পৃষ্ঠপোষক নুর উদ্দিন জাহেদ এর উদ্যোগে প্রায় ১৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা আওয়ামীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আজিজ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা মেম্বার সুলতানা রাজিয়া রুবি সমাজ সেবক নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তার আহমেদ সারেং, বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলী সহ প্রমুখ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। এই সময় এলাকার শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।