মিরসরাইয়ের সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের ১১ সদস্যের নতুন পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার ( ২৪ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠাতা সদস্য আসিফুল ইসলাম, মো: জিয়া উদ্দিন ও অরুপ বণিকের সাক্ষরিত সংগঠনের পেডে জাহেদ বিল্লাহকে সভাপতি এবং আবু নোমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিঠুন মিনহাজ, সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর হোসেন, অর্থ সম্পাদক তাপস নাথ, সমাজকল্যাণ সম্পাদক সায়েম উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার উদ্দিন জুলাস, দপ্তর সম্পাদক মুশফিক উদ দ্দৌজা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১লা জানুয়ারি সৃজন যুব সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় নতুন কমিটি কাজ করে যাবেন বলে মনে করেন সংগঠনের সদস্যরা।