সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সন্দ্বীপ টাউন মেট্রো শাখার গ্রাহক কাজী শাফায়েত উল্ল্যা( পিমন) এর মৃত্যু বীমা দাবী চেক হস্তান্তর ও দোয়া মাহফিল ১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বাউরিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
কোম্পানির সন্দ্বীপ টাউন মেট্রো শাখার ইনচার্জ মোবারক হোসেনের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাওলানা মোঃ আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা মোঃ শামসুদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ সন্দীপ শিবের হাট, বক্তব্য রাখেন কোম্পানির সন্দ্বীপ টাউন মেট্রোর ফিনেন্সিয়েল অ্যাসিস্ট্যান্ট মোঃ মহিবুল মাওলা মহব্বত, সন্দ্বীপ টাউন মেট্রোর ইউনিট ম্যানোজার মোঃ সালাউদ্দিন, ইউনিট ম্যানোজার নিজাম উদ্দীন, আকবর হাট শাখার ইউনিট ম্যানোজার আমির আহম্মেদ শাকিল, ইউনিট ম্যানোজার মাইনউদ্দীন, টাউন মেট্রোর ইউনিট ম্যানোজার মোশারফ হোসেন, ফিনেন্সিয়েল অ্যাসিস্ট্যান্ট মোঃ মুরাদ, মোঃ জুয়েল, আনোয়ার হোসেন , মোঃ সিরাজ, মোঃ রাজু, মোকারম, মোঃ ফয়জুল করিম, আবদুর রহমান, মাস্টার সাইফুল ইসলাম ইনসাফ, ও কাজী শাফায়েতের পিতা কাজী বাকায়েত উল্ল্যাহ প্রুমখ।
বক্তারা বলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রাহক সেবায় বন্ধ পরিকর ছিল, তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত গ্রাহক কাজী সাফায়ত উল্ল্যাহ মৃত্যুর এক দিনের মাথায় আমরা তার পরিবার কে মৃত্যু বীমাদাবির চেক তুলে দিয়েছি। উল্লেখ্য কাজী শাফায়েত উল্ল্যাহ গত ৩ আগষ্ট বিদ্যুৎ স্পষ্ট হন, এবং ৬ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যান।