সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পেলিশ্যা বাজার সংলগ্ন একেবারে রাস্তার পাশে ঐতিহ্য বাহী প্রাইমারি স্কুল মগধরা মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি ভাল মানসম্মত একটি স্কুল হিসাবে সন্দ্বীপে সুনাম অক্ষুন্ন রয়েছে। এ স্কুলে বর্তমানে ২৫০ জনের অধিক ছাত্র ছাত্রী ও ১০ জন শিক্ষক রয়েছে।
সারাদেশে চলছে তীব্র তাপদাহ এ প্রচন্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। গরমের কারণে বিভিন্ন বিদ্যালয়গুলোতে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। অনেক স্কুলে শিশুদের নাক দিয়ে রক্ত পড়তে থাকে ও অজ্ঞান হয়ে পড়ে। গতকাল মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় স্কুলে মোট ৭ টি শ্রেণী কক্ষ রযেছে তাতে৫ টি তে ফ্যান আছে, ক্লাস ওয়ান ও ক্লাস টুতে কোন ফ্যান নেই। উভয় ক্লাসে মোট ৬৬ জন ছাত্র ছাত্রী রয়েছে, দেখা যাচ্ছে অনেক ছাত্র ছাত্রী দের শরীর গেমে পানি পড়ছে। আর বাকী ক্লাসে ফ্যান থাকলে ও তা অপ্রতুল।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হামিদ উল্ল্যাহ বলেন আমাদের স্কুলে মোট ৩১ টি ফ্যান দরকার আমাদের ফ্যান ১৮ টি রয়েছে এ ফ্যানগুলি স্কুলের বাজেট থেকে হয়েছে, বাকি ফ্যান গুলির জন্য আমরা স্কুল কমিটি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অবহিত করব।