স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম সন্দ্বীপের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৬ এপ্রিল শনিবার কাজী পাড়া মার্কেটের উত্তর মাথায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের বিওডি চেয়ারম্যান আবদুর রহমান ইমন।
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কাজী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান শামীম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, সাউথ সন্দ্বীপ কলেজের প্রভাষক মাহবুবুর রহিম, সন্দ্বীপ ফেন্ডর্স ইউনিটি ক্লাবের প্রধান উপদেষ্টা মেহেদী হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, ইয়ুথ ব্লাড ফাইর্টাসের সাবেক সভাপতি মাইনউদ্দীন ফাহাদ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, সমাজকর্মী আরমান জাবেদ, ইচ্ছে শক্তি স্পটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সমাজকর্মী শেখ রুবেল, সন্দ্বীপ ফেন্ডর্স ইউনিটি ক্লাবের সভাপতি আবদুর রহমান, স্বর্ণদ্বীপ হাসপাতালের জুনিয়র এ্যাডমিন মোঃ ফরহাদ, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি আবু সায়েদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ রিয়াদ, দুর্যোগ ও ত্রান সম্পাদক মোঃ রাকিব, সদস্য অহি সাকিব, শাহিন, রিপাত প্রমুখ।