একুশে ফ্রেব্রুয়ারী ও ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পিংয়ে উপস্হিত ছিলেন সপ্নচূড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ করিম সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক মোঃ আলী আরিফ, প্রচার সম্পাদক মোঃ ইউনুস সহ-দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাফি চৌধুরী এবং সহযোগিতায় ছিলেন ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রুমন, কামরুল ইসলাম,করিম,আলি আকবর,আকরাম,আসিফ,ইমন,হারুনুর রশিদ,বেলাল প্রমুখ।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২.৩০মিনিটে শেষ হয়, এ সময়ের মধ্যে প্রায় ৫০০ জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় সম্পন্ন করে আযোজক ও সহযোগী সংগঠন এর সদস্যরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ বলেন বর্তমানে সরকারের নির্দাশনা মোতাবেক প্রতিটি ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডির প্রয়োজন, তাই সেস্বাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ। যেখানে বিভিন্ন ডায়গনষ্টিক ব্লাড গ্রুপ নির্ণয় করতে ১৫০টাকা করে নিচ্ছে সেখান সামাজিক সংগঠন গুলো নিজেরা পরিশ্রম মেধা দিয়ে অর্থ ব্যায় করে ভিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় বিনামূল্যে ২মিনিটে রক্তের গ্রুপ নির্নয় করে দিয়ে একটি উপকার করছে।
তা ছাড়া বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল জব্বার বলেন, এসব সংগঠনের কারনে বর্তমানে সহজে আমরা রক্তের প্রয়োজন হলে তাদের কাছে রক্ত চেয়ে থাকি দিন রাত যখনই দরকার হয় মুমুর্ষ রোগির জন্য। ব্লাড গ্রুপ টা যেনে রাখা শুধু দায়িত্ব নয়, বয়স ১৮হতেই ৪মাস পরপর রক্তদান করে অন্যের জীবন বাচাঁতে সকলে এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।
এরপর স্বপ্নচূড়া ফাউন্ডেশন ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির জন্য সব সময় শুভকামনা দোয়া করি যেন অসহায় ও মুমুর্ষ রোগির জন্য এগিয়ে যেতে পারে সবসময়।