মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবী সমাজকর্মীদের বান্ধব উপজেলা হিসেবে সর্বত্র পরিচিত। সমগ্র উপজেলার ষোলটি ইউনিয়নের প্রত্যন্ত জনপদ ও দুটি পৌরসভা সদরে সুন্দর মীরসরাই গড়ার জন্য কাজ করে যাচ্ছে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন।
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে ছোট ছোট পরিসরে এসকল সংগঠনের কর্মীরা যেকোন দূর্যোগ, সংকট, সংগ্রাম, বির্পযয়ে মানবিক যোদ্ধা হয়ে কাজ করার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ ও শিক্ষার উন্নয়ন , সামাজিক অসঙ্গতি ও অপরাধ বিরোধী জনসচেতনতা সৃষ্টি সহ প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্য অনুযায়ী অবদান রেখে যাচ্ছে। যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ সকল সমাজকর্মীরা একেবারে সদর থেকে তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে কাজ করার সুবাদে মীরসরাইয়ের নানা উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি, সমস্যা ও সমাধান কল্পে বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে তাদের ।
এসকল নিবেদিত প্রাণ সমাজকর্মীদের মীরসরাই ভাবনা নিয়ে ছোট ছোট গল্প শুনতে স্থানীয় আরশি নগর ফিউচার পার্কে আয়োজন কর হয় স্বেচ্ছাসেবী ভাবনায়- মীরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা, সমাধান ও উন্নয়ন শীর্ষক মাহবুব রহমান রুহেলের মতবিনিময় সভার।
শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন ও তরুণ সংগঠক হাসান সাইফ উদ্দীনের সঞ্চালনায় এ আয়োজনে মীরসরাইয়ের প্রায় শত সংগঠনের সভাপতি ও সম্পাদক পর্যায়ের দুইশতাধিক নবীন- প্রবীণ সংগঠকরা উপস্থিত হন। আগত সংগঠকবৃন্দ মীরসরাইয়ের সামগ্রিক অগ্রগতি, উন্নয়ন, সম্ভাবনার বিভিন্ন খাত, সমস্যা ও সমাধান বিষয়ে নিজ নিজ ভাবনা তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে অতিথি কে প্রশ্ন করেন। অনুষ্ঠানের মূখ্য অতিথি মাহবুব রহমান রুহেল দীর্ঘদিন ধরে মীরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমে অংশ নেন এবং তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে আসছেন। সে ধারাবাহিকতায় তিনি সবার মতামত শুনেনএ বং সাথে তাঁর ভাবনাও সবার উদ্দেশ্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন- ‘আমার বাবার দীর্ঘ ৫৪ বছরের রাজনীতির পুরোটা সময় মীরসরাইয়ের মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছেন। আপনারা এখানে সবাই সমাজকর্মী, সবার লক্ষ একটাই একটা সুন্দর মীরসরাই। আমিও বাবার সে পথ অনুসরণ করে আপনাদের সাথে নিয়ে একটি সুন্দর,বাসযোগ্য ও স্মার্ট মীরসরাই গড়তে চাই। আমি মীরসরাই নিয়ে মহাপরিকল্পনা করেছি। তার অংশ হিসেবে আইটি পার্ক স্থাপন, দক্ষ জনশক্তি তৈরীতে কারিগরি প্রতিষ্ঠান স্থাপন, পরিকল্পিত আবাসন ব্যাবস্থা, সবুজায়ন ও দূষণরোধ, পর্যটন হাব গড়ে তোলা, মাদক ও সামাজিক অপরাধ রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহণ, বঙ্গবন্ধু শিল্পাঞ্চলে অগ্রধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন সহ একটা শান্তি ও সম্প্রীতির মীরসরাই গড়তে কাজ করে যাব। আমার-আপনার স্বপ্নের মীরসরাই গড়তে আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
এ আয়োজনে মীরসরাইয়ের যেসকল স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন -প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়, মিশুক, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সমিতি, ঝংকার, শান্তিনীড়, চাইল্ড কেয়ার বাংলাদেশ, নবজাগরণ সমাজকল্যাণ পরিষদ, দুর্বার প্রগতি সংগঠন, অদম্য, অনির্বাণ, মীরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন, সমাজবন্ধু যুব সংগঠন, উত্তরণ, অভিযান ক্লাব, রক্তিম ক্লাব, ছত্তরুয়া ক্রীড়া সংঘ, প্রজন্ম মিরসরাই, হিতকরী, শতাব্দি ক্লাব, কাঁটাছড়া সমাজকল্যাণ পরিষদ, নব উদয় সংঘ,নির্বাণ যুব সংঘ, শুকতারা যুব সংঘ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, আদর্শ গ্রাম শেখটোলা, উত্তর ধুম স্পোর্টিং ক্লাব, মীরসরাই উপজেলা নাগরিক কমিটি, কাঁটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, এবি ফাউন্ডেশন, সৈয়দপুর সমাজকল্যাণ এসোসিয়েশন, উদ্দীপন ক্লাব, বাতিঘর যুব সংঘ, পশ্চিম মায়ানী আইপিএম কৃষক সমিতি, আদর্শ বন্ধু ফোরাম, শেখ ইব্রাহীম টোলা তরুণ সংঘ, উদয়ন ক্লাব, ইউসাম, শেষকৃত্যের সাথী, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘ, রোটারী ক্লাব অব চিটাগং এলিটস্, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সমমনা সংঘ, বাতীঘর, এফসি সিক্সটিন ইউনিয়নস্ ব্লাড ব্যাংক, তারুণ্য সংঘ, মিরসরাই উপজেলা প্রতিবন্ধী সংস্থা, স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, কালের কন্ঠ শুভ সংঘ, এফডিএফ ক্লাব, সুশিল সমাজ উন্নয়ন সংস্থা, উপকূল উল্লেখযোগ্য।