বিএনপির দুই দিনের ডাকা হরতালের ২য় দিন হাটহাজারীতে উপজেলা বিএনপি পৌরসভা মহিলা দলের নেতা কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করেছে।
সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়।
দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবী আদায়ের লক্ষ্যে হরতালের সমর্থনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের অনুসারী উপজেলা বিএনপি ও পৌরসভা মহিলা দলের নেতা কর্মীদের মিছিলটি ডাক বাংলো থেকে শুরু হয়ে হাটহাজারী নাজিরহাট মহাসড়কের মেডিকেল গেইট এলাকায় গিয়ে শেষ হয় বলে জানান পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক শুক্কুর মেম্বার। তবে হরতালের ২য় দিন সকাল থেকেই উপজেলার যান চলাচল ছিলো স্বাভাবিক।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, ” হাটহাজারীর কোথাও এই পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি।