চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালি আংশিক) আসন থেকে পর পর চারবার বিজয়ী ড. হাছান মাহমুদ পুনরায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি এবার পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি।
এদিকে ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাঙ্গুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা। এদিকে আজ এতিমদের নিয়ে ব্যতিক্রমি মিষ্টিমুখের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। শনিবার (১৩ জানুয়ারি) সকালে আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার এতিমদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, আওয়ামী লীগ নেতা মাষ্টার নবীরুল ইসলাম, মোঃ আলমগীর, আবু তালেব, ইউপি সদস্য মো. এমজাদ, মো. নজরুল মেম্বার, আমির হোসেন সুমন, আবুল কালাম, সামশুল আলম, যুবলীগের বেলাল বিন সাত্তার, আজিজুল ইসলাম তালুকদার, রমজান আলী, সোহেল বিন জব্বার, আনিসুল ইসলাম, সাইমুন মুক্তাদির প্রমুখ।