সন্দ্বীপ এডুকেশন সোসাইটি’ যুক্তরাষ্ট্রের সহ সভাপতি, উত্তর মগধরার কৃতি সন্তান আলহাজ্ব বখতিয়ার উদ্দিন রানা প্রতিষ্ঠিত হাজী আবদুল্লাহ তৈয়বুন্নুর দারুস সালাম ক্যডেট মাদ্রাসার বার্ষিক শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রয়ারি ২৪ মঙ্গলবার সকাল থেকে কোন বিরতি ছাড়া সন্ধ্যা পর্যন্ত উক্ত অনুষ্ঠান মাদ্রাসা মাঠে ও হল রুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং মগধরা ইউপি চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধরা ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মাসুদ।
আর ও উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলাা মোঃ জহিরুল ইসলাম, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সহ প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক ও মাস্টার সায়েদুল হক ফাউন্ডেশনের সেক্রেটারি কাজী শামসুল আহসান খোকন, কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালের শিক্ষক মাওলানা শাহেদ খান, সারিকাইত বদর শাহ তালিমুল উম্মাহ আদর্শ মাদ্রাসার সুপার মাওলানা সবুর খান,পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব হাফেজ আনসার়ুল হক, সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও মাদ্রাসার সহ সভাপতি আলহাজ্ব মাস্টার মোঃ মাঈনুদ্দীন, মাদ্রাসা র উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ মোঃ জামসেদ উদ্দিন, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার মোঃ শামসুদ্দিন, দারুসসালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান, সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের সিনিয়র শিক্ষক মায়মুনা খানম নিপা, মাদ্রাসা শিক্ষক, মোঃ শাহিন উদ্দিন, মোঃ আলা উদ্দিন, মোঃ নুর মোহাম্মদ, মোঃ আহসান উল্লাহহাফোজ মোঃ ইয়াছিনসহ ছাত্র ছাত্রী ও অভিবাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।