এক দরিদ্র পরিবারের কাচাঁ বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘরের চর্তুদিকে। জ্বলছে কাচাঁ ঘরটি। আগুন নিয়ন্ত্রণে আনা স্থানীদের পক্ষে সম্ভব না হওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসদল। এটি কোন বাস্তবিক ঘটনা নয়, তবে কাল্পনিক।
শুক্রবার (১০ মার্চ) সকালে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র্যালী, আলোচনা সভা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক জনসচেতনতামূলক কাল্পনিক ঘটনা বা অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করে।
এ উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো.সোলাইমান চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) নিয়াজ মোর্শেদ ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভা সহায়ক কমিটির সদস্য শাহেদুল আলম খোকন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ ফায়ার ফাইটারা উপস্থিত ছিলেন।