চট্টগ্রাম 7:57 am, Friday, 20 June 2025

হাটহাজারীতে অনুমতি বিহীন মেলা বন্ধ করলো উপজেলা প্রশাসন!

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমতি ছাড়া বসা শীতবস্ত্র মেলাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ গনি মার্কেটের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে মার্কেট মাঠে চলতি বছরের ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে শীতবস্ত্র মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। সেদিন থেকে অনুমতি বিহীন এ মেলাটি চলে আসছিলো। স্থানীয় সচেতন মহলের অভিযোগ একটি প্রভাবশালী মহল কোনও অনুমতি ছাড়াই গায়ের জোরে মাসব্যাপী শীতবস্ত্র মেলাটির আয়োজন করেছিলো। প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এদিকে, মেলা শুরুর পরদিন থেকে এর কার্যক্রম বন্ধ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “মির্জাপুর স্কুল অবিভাবক ফোরাম” নামক একটি ফেসবুক পেজে থেকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে উল্লেখ করেন, এ মেলার কারণে ওই মার্কেটের দোকানদারসহ স্থানীয় কয়েকশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী লোকসানের সম্মুখীন হচ্ছিলেন।” স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানায়, অবৈধ এ মাস ব্যাপি মেলাটি শুরু হয়েছিলো গত ৯ জানুয়ারী অর্থাৎ প্রায় ২৭ দিন হয়ে গেছে আর কয়েকদিন পর এমনিতেই শেষ হয়ে যেতো। প্রশাসনের বন্ধ করা উচিৎ ছিলো চালুর পরপরই কিন্তু অদৃশ্য কারনে তা গত ২৬ দিন কারো চোঁখেই পড়েনি,যা হাস্যকর।

জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, ‘অনুমতি ছাড়া ওই এলাকায় একটি মেলা চলছিলো খবরটি পেয়েই অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে বিএনপি’র অবস্থান কর্মসূচী

হাটহাজারীতে অনুমতি বিহীন মেলা বন্ধ করলো উপজেলা প্রশাসন!

Update Time : 08:04:13 pm, Monday, 29 January 2024

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমতি ছাড়া বসা শীতবস্ত্র মেলাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ গনি মার্কেটের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে মার্কেট মাঠে চলতি বছরের ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে শীতবস্ত্র মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। সেদিন থেকে অনুমতি বিহীন এ মেলাটি চলে আসছিলো। স্থানীয় সচেতন মহলের অভিযোগ একটি প্রভাবশালী মহল কোনও অনুমতি ছাড়াই গায়ের জোরে মাসব্যাপী শীতবস্ত্র মেলাটির আয়োজন করেছিলো। প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেলার সব কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এদিকে, মেলা শুরুর পরদিন থেকে এর কার্যক্রম বন্ধ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “মির্জাপুর স্কুল অবিভাবক ফোরাম” নামক একটি ফেসবুক পেজে থেকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে উল্লেখ করেন, এ মেলার কারণে ওই মার্কেটের দোকানদারসহ স্থানীয় কয়েকশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী লোকসানের সম্মুখীন হচ্ছিলেন।” স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানায়, অবৈধ এ মাস ব্যাপি মেলাটি শুরু হয়েছিলো গত ৯ জানুয়ারী অর্থাৎ প্রায় ২৭ দিন হয়ে গেছে আর কয়েকদিন পর এমনিতেই শেষ হয়ে যেতো। প্রশাসনের বন্ধ করা উচিৎ ছিলো চালুর পরপরই কিন্তু অদৃশ্য কারনে তা গত ২৬ দিন কারো চোঁখেই পড়েনি,যা হাস্যকর।

জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, ‘অনুমতি ছাড়া ওই এলাকায় একটি মেলা চলছিলো খবরটি পেয়েই অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’