হাটহাজারীতে অস্ত্র – গুলিসহ মো.আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (১৬:ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গ্রেফতার ও অস্ত্র গুলি উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ১৫ ডিসেম্বর দিবাগত রাত তিনটা ৫০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম মির্জাপুর ইউনিয়নের মনছুরাবাদ কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আব্দুর রাজ্জাক ওই কলোনীর জলিল সর্দার বাড়ির মৃত আলতাফ হোসেনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মনিরুজ্জামানের দিক নির্দেশনায় এসআই মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত এলাকার মনছুরাবাদ কলোনী আব্দুর রাজ্জাকের বসতঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী করে তার শয়ন কক্ষ থেকে একটি দেশীয় তৈরী এলজি এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার -১৯।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতকে শনিবার সকালের দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।