হাটহাজারী পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাচাঁ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
বুধবার(২২ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭ টার দিকে হাটহাজারী পৌরসদরের ৩ নং ওয়াডস্থ পূর্ব দেওয়ান নগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জোহরা বাপের বাড়িতে
সূত্রে জানা যায়, ওই এলাকার জোহরা বাপের বাড়ির সিএনজি চালক মো.ফারুকের মালিকানাধীন কাচাঁ বসত ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুনের লেলিহান শিখা ওই ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। ৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম ২টি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে প্রায় ঘন্টাব্যাপি এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে রক্ষিত এনজিও থেকে নেওয়া নগদ ৮০ হাজার টাকাসহ চার কক্ষ বিশিষ্ট একটি বসতঘরসহ ঘরে রক্ষিত ফ্রিজ, আসবাবপত্র এবং একটি ভ্যানগাড়ী ও অন্যান্য মালামাল পুড়ে যায় ।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।