হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
সোমবার (১৪ আগস্ট) বিকালের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ খিল্লাপাড়ার কুতুব চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্হানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ খিল্লাপাড়ার কুতুব চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মো.রেজাউল করিম ও মো.শাহাজাহান (আজম) নামে দুই ভাইয়ের ৬ কক্ষ বিশিষ্ট দুইটি কাঁচা বসত ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ১০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করেছেন স্থানীয়রা। আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.শাহাজাহানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে আগুন লেগে দুই পরিবারের নিঃস্ব হয়ে যাবার খবর পেয়ে সদ্য যোগদানকৃত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও কম্বল প্রদান করেন।
সংশ্লিষ্ট ইউপি মেম্বার মো.ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হতে পারে, এবং ক্ষতিগ্রস্হদের মধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও কিছু সহযোগিতা করা হয়েছে বলে জানান তিনি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহাজাহান এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।
উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতে ৮ নং মেখল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ নোয়ামিয়া সওদাগর বাড়িতে এক অগ্নিকান্ডে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছিলেন স্হানীয় ও ক্ষতিগ্রস্তরা।