হাটহাজারীতে চব্বিশ শত পিচ ইয়াবাট্যাবলেটসহ মো.ইছহাক (৪০) ও আয়েশা বেগম প্রকাশ সাদিয়া (২৫) নামের দুই মাদককারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালের দিকে মডেল থানা কর্তৃপক্ষ আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে এসআই মো. সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডস্থ বনফুল মিষ্টির দোকানের ভেতর থেকে মাদককারবারী মো.ইছহাক ও আয়েশা বেগম প্রকাশ সাদিয়াকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২৪০০ শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইছহাক উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া শিকদার পাড়ার ৬নং ওয়ার্ডস্থ আব্দুল জলিল মাষ্টার বাড়ির ভাড়াটিয়া। সে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়াননগরের ১ নং ওয়াডস্থ (ছিদ্দিক আহমদের বাড়ী) আব্দুল শুক্কুরের পুত্র এবং তার স্ত্রী আয়েশা বেগম প্রকাশ সাদিয়া কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভাস্থ ডেইল পাড়ার হোসেন আহম্মদের কন্যা। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮, ৩৬(১) সারণির ১০(খ) ধারায় অভিযান পরিচালনাকারী এসআই মো.সিদ্দিকুর রহমান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নাম্বার ১৮।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।