হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে নূর উদ্দীন (৫৫) এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) উপজেলার ছিপাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউপির মৃত খুইল্লে মিয়ার পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ছিপাতলী ইউনিয়ন পরিষদে ডিউটিতে আসার সময় নুর আহমেদ সড়কে একটি পাগলা কুকুর ইউপি চৌকিদার নুর উদ্দিন কে কামড়িয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্তমান সময়টাতে সকলকে সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে একুশে পত্রিকা কে জানান, আঘাত গুরুতর হওয়ায় আহতকে চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসাপাতালে পাঠানো হয়েছে।