হাটহাজারীতে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিনের প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২১ মে) উপজেলা পল্লী ভবনে এই প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুস্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করন কর্মসূচির আওতায় সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (প্রশাসন শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুস সালাম প্রধান।
বিআর ডিবি চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেনে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
এতে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, বন বিভাগের বিট কর্মকর্তা সামশুল আলম প্রমূখ । প্রশিক্ষনে নয়টি গ্রুপের কৃষকগন উপস্থিত ছিলেন।