চট্টগ্রাম 6:58 pm, Wednesday, 9 October 2024

হাটহাজারীতে চার মাদক কারবারি গ্রেফতার ; মাদক ও নগদ টাকা উদ্ধার

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকসহ মো.জাহাঙ্গীর আলম(৪৭), মোঃ ইব্রাহীম(২২), মোঃ নবী হোসেন(২০), আকাশ দাশ(২৬)সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ মাদক কারবারি আটক ও মাদক উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাতে মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামানের দিক নির্দেশনায় মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সূত্রে জানা যায়,হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ পূর্ব চন্দ্রপুর ৭নং ওয়ার্ড নুরুল্লাহ মুন্সি সড়কের দক্ষিন পাশের জমিরের বস্তির ভাড়া দেওয়া টিন শেডের পশ্চিম পাশের সর্বশেষ ঘর হইতে ১১০০গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ২০,০০০/-টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৫,৫৫০/-টাকাসহ হাটহাজারী পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম আলমপুর দুলা মিয়ার বাড়ীর রাশেদা বেগম (বর্তমানে মাটিয়া মসজিদ এলাকার পূর্ব চন্দ্রপুর ৭নং ওয়ার্ডস্থ নুরুল্লাহ মুন্সি সড়কের দক্ষিন পাশের জমিরের বস্তির ভাড়া দেওয়া টিন শেডের পশ্চিম পাশের সর্বশেষ ঘরের ভাড়াটিয়া) কে, ২নং ধলই ইউপির ১নং ওয়ার্ড প্যারালাল খালের খালের মাথা উদালিয়া চা-বাগান রোডস্থ কমর উদ্দিন এর মাজার গেইট এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ভূজপুর থানার সোয়াবিল ইউপির ৯নং ওয়ার্ডস্থ উদালিয়া চা বাগান এলাকার মৃত শান্তি পদ দাসের পুত্র আকাশ দাশ কে ২০(বিশ)লিটার চোলাইমদ, মূল্য ৮,০০০/-টাকাসহ ১নং ফরহাদাবাদ ইউপির নুর আলী মিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০(দশ)লিটার চোলাইমদ, মূল্য ৫,০০০/-টাকা এবং ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৩,০০০/-টাকাসহ ২নং ধলই ইউপির ৮নং ওয়ার্ডস্থ এনায়েতপুর মাওলানা নাছির উদ্দিনের নতুন বাড়ির মৃত আহমদ হোসেনের পুত্র মো.ইব্রাহীম এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সাউথ পাড়া ইউপির ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়ার, চৌধুরী জামে মসজিদের পশ্চিম পাশের মৃত মোঃ আরিফ মিয়ার পুত্র নবী হোসেন (বর্তমান ঠিকানা ধলইয়ের আজম মেম্বারের বড় ভাই আব্দুল আলিমের কর্মচারী ২নং ধলই ইউপির ৮নং ওয়ার্ড) কে এবং হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়ান নগরের রঙ্গি পাড়ার সওদাগর বাড়ীর জাহাঙ্গীরের বসতঘরের শয়ন কক্ষ থেকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা, মূল্য ৮০০০/-টাকাসহ ওই বাড়ীর শামসুল আলমের পুত্র মো.জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; অনুযায়ী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার মামলা নং-১১, মামলা নং-১২, মামলা নং-১৩, মামলা নং-১৪।

হাটহাজারী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ১৬২টি পূজামণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর, নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা

হাটহাজারীতে চার মাদক কারবারি গ্রেফতার ; মাদক ও নগদ টাকা উদ্ধার

Update Time : 07:19:23 pm, Thursday, 14 December 2023

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকসহ মো.জাহাঙ্গীর আলম(৪৭), মোঃ ইব্রাহীম(২২), মোঃ নবী হোসেন(২০), আকাশ দাশ(২৬)সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ মাদক কারবারি আটক ও মাদক উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাতে মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামানের দিক নির্দেশনায় মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সূত্রে জানা যায়,হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ পূর্ব চন্দ্রপুর ৭নং ওয়ার্ড নুরুল্লাহ মুন্সি সড়কের দক্ষিন পাশের জমিরের বস্তির ভাড়া দেওয়া টিন শেডের পশ্চিম পাশের সর্বশেষ ঘর হইতে ১১০০গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ২০,০০০/-টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৫,৫৫০/-টাকাসহ হাটহাজারী পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ পশ্চিম আলমপুর দুলা মিয়ার বাড়ীর রাশেদা বেগম (বর্তমানে মাটিয়া মসজিদ এলাকার পূর্ব চন্দ্রপুর ৭নং ওয়ার্ডস্থ নুরুল্লাহ মুন্সি সড়কের দক্ষিন পাশের জমিরের বস্তির ভাড়া দেওয়া টিন শেডের পশ্চিম পাশের সর্বশেষ ঘরের ভাড়াটিয়া) কে, ২নং ধলই ইউপির ১নং ওয়ার্ড প্যারালাল খালের খালের মাথা উদালিয়া চা-বাগান রোডস্থ কমর উদ্দিন এর মাজার গেইট এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ভূজপুর থানার সোয়াবিল ইউপির ৯নং ওয়ার্ডস্থ উদালিয়া চা বাগান এলাকার মৃত শান্তি পদ দাসের পুত্র আকাশ দাশ কে ২০(বিশ)লিটার চোলাইমদ, মূল্য ৮,০০০/-টাকাসহ ১নং ফরহাদাবাদ ইউপির নুর আলী মিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০(দশ)লিটার চোলাইমদ, মূল্য ৫,০০০/-টাকা এবং ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৩,০০০/-টাকাসহ ২নং ধলই ইউপির ৮নং ওয়ার্ডস্থ এনায়েতপুর মাওলানা নাছির উদ্দিনের নতুন বাড়ির মৃত আহমদ হোসেনের পুত্র মো.ইব্রাহীম এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সাউথ পাড়া ইউপির ৮নং ওয়ার্ডস্থ চৌধুরী পাড়ার, চৌধুরী জামে মসজিদের পশ্চিম পাশের মৃত মোঃ আরিফ মিয়ার পুত্র নবী হোসেন (বর্তমান ঠিকানা ধলইয়ের আজম মেম্বারের বড় ভাই আব্দুল আলিমের কর্মচারী ২নং ধলই ইউপির ৮নং ওয়ার্ড) কে এবং হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়ান নগরের রঙ্গি পাড়ার সওদাগর বাড়ীর জাহাঙ্গীরের বসতঘরের শয়ন কক্ষ থেকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা, মূল্য ৮০০০/-টাকাসহ ওই বাড়ীর শামসুল আলমের পুত্র মো.জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; অনুযায়ী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার মামলা নং-১১, মামলা নং-১২, মামলা নং-১৩, মামলা নং-১৪।

হাটহাজারী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।