হাটহাজারীতে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও পৌরপ্রশাসক আবু রায়হান। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খাঁন ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার প্রমূখ।