হাটহাজারীতে জাতীয় স্হানীয় সরকার দিবসের তিনদিন ব্যাপী মেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় সরকারের তৃণমূল পর্যায়ের স্হানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। গ্রাম পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি নির্ভর করে থাকে। দেশের বেশিরভাগ মানুষ যেহেতু গ্রামে বসবাস করে তাই গ্রামের উন্নয়ন বিষয়টি অগ্ররাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। তাই বর্তমান সরকার গ্রামকে শহর করার কথা বলেছেন। বর্তমান সরকার আবার স্মার্ট বাংলাদেশ করার জন্যও কাজ করছেন। জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে এই কাজকে সহজ করার জন্য এবছর প্রথমবারের মতো জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, চেয়ারম্যান হারুন অর রশীদ, মুজিবুর রহমান ও সাংবাদিক বোরহান উদ্দিন প্রমূখ। উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী মেলায় ১৬ টি স্টলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড প্রদর্শন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে মেলার স্টল গুলোকে কমিটির মাধ্যমে যাচাই বাচাই করে ১ম, ২য়, ৩য় স্হান অর্কাজনরীদের ছাড়াও প্রত্যেক দপ্তরের স্টল ও উপজেলার আওতাধীন প্রত্যেক ইউ পিকে পুরুস্কৃত করা হয়।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার চট্টগ্রাম – ৫ হাটহাজারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে পরিষদ প্রাঙ্গনে আয়োজিত তিন দিন ব্যাপী উক্ত মেলার উদ্বোধন করেন।