হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও সেইফ হোমে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন।
বুধবার (১৯ এপ্রিল) ফরহাদাবাদ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে জেলা প্রশাসক নিজে ওই প্রতিষ্ঠানের শিশুদের হাতে এ উপহার ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।
জানা গেছে, সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জেলা স্টিয়ারিং কমিটির সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ।
এসময় স্বাগতম বক্তব্য প্রদান করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস, চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর, সরকারি ফরহাদাবাদ শিশু পরিবার এর উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম।
সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রের বালক নিবাসী শিশু মো: ইমাম হোসেন। এছাড়াও কেন্দ্রের বালক নিবাসী শিশু মোঃ তামিম ও বালিকা শিশু জান্নাত আক্তারের সুমধুর কন্ঠে ধ্বনিত হয় একটি ইসলামী সংগীত। পরে প্রধান অতিথি পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন ও কেন্দ্রে শিক্ষা ও প্রশিক্ষণ এর উপর বিশেষ গুরুত্ব প্রদান করার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষে প্রধান অতিথি কেন্দ্রের কোমলমতি শিশুদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে নতুন পোশাক, প্রসাধনী সামগ্রী, মেহেদী, আতর, টুপি বিতরণ এবং অনুষ্ঠানে কেরাত ও গজল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।