হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোঃ জাবেদ হোসাইন (২৬) নামের এক ব্যক্তির দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী এলাকা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মাহাথি ব্যাপারির বাড়ির আবুল কাশেমের পুত্র জাবেদ সপ্তাহখানেক পূর্বে দুবাই থেকে দেশে আসেন। মঙ্গলবার সকাল প্রায ৮ টার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর জানায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরন করেন। পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল জানান, আপাতত ধারণা করা হচ্ছে রাতে ট্রেনে কাটা পড়েই জাবেদের মৃত্যু হয়েছে। তবে
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।