চট্টগ্রাম 8:55 am, Wednesday, 2 July 2025

হাটহাজারীতে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব

হাটহাজারীতে বৌদ্ধদের পবিত্র ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) উপজেলায় ৩ নং মির্জাপুর ইউনিয়নের গৌতমাশ্রম বিহারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা বুদ্ধের সাম্য, মৈত্রী, নীতি আদর্শ, অনুসরন ও অনুশীলন যথাযথ ভাবে করলে সমাজে অশান্তি থাকবে না। পরিবার, সমাজ ও রাস্ট্রের প্রত্যেক মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে । অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ কোন ধর্ম সমর্থন করেনা। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ডঃ দেবপ্রিয় মহাথের। চীবর দানানুষ্ঠানের উদ্ধোধন করেন হাটহাজারী অঞ্চলের উপ- সংঘনায়ক ভদন্ত শাসনানন্দ মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বুদ্ধ প্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি সাধনানন্দ মহাথের, প্রধান স্বধর্ম দেশক সুমন জ্যোতি মহাথের, বিশেষ অতিথি ছিলেন সংঘজ্যোতি ভিক্ষু,প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, সংঘশ্রী ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ অনুপম বড়ুয়া। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন উপাধ্যক্ষ আনন্দ রত্ন মহাথের। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া। মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সুব্রত বড়ুয়া ও সুজন বড়ুয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পঞ্চশীল প্রার্থনা করেন সেনিটারী কর্মকর্তা (অবঃ) প্রশান্ত রঞ্জন চৌধুরী।

চীবর দান উপলক্ষে সকাল বেলায় অষ্টপরিস্কারসহ সংঘদান সভায় সভাপতিত্ব করেন ভদন্ত দীপানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন ভদন্ত সংঘমিত্র মহাথের। সভায় বক্তব্য রাখেন প্রবীন সমাজ কর্মী বিজয় দর্শন বড়ুয়া। এই সভায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীন সমাজ কর্মী হরিপদ বড়ুয়া। সন্ধ্যায় মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কারাগারে নিহত জাতীয় চার নেতার উদ্দেশ্যে পুন্যদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাটহাজারীতে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব

Update Time : 11:44:39 am, Saturday, 4 November 2023

হাটহাজারীতে বৌদ্ধদের পবিত্র ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) উপজেলায় ৩ নং মির্জাপুর ইউনিয়নের গৌতমাশ্রম বিহারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা বুদ্ধের সাম্য, মৈত্রী, নীতি আদর্শ, অনুসরন ও অনুশীলন যথাযথ ভাবে করলে সমাজে অশান্তি থাকবে না। পরিবার, সমাজ ও রাস্ট্রের প্রত্যেক মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে । অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ কোন ধর্ম সমর্থন করেনা। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ডঃ দেবপ্রিয় মহাথের। চীবর দানানুষ্ঠানের উদ্ধোধন করেন হাটহাজারী অঞ্চলের উপ- সংঘনায়ক ভদন্ত শাসনানন্দ মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বুদ্ধ প্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি সাধনানন্দ মহাথের, প্রধান স্বধর্ম দেশক সুমন জ্যোতি মহাথের, বিশেষ অতিথি ছিলেন সংঘজ্যোতি ভিক্ষু,প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, সংঘশ্রী ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ অনুপম বড়ুয়া। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন উপাধ্যক্ষ আনন্দ রত্ন মহাথের। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া। মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সুব্রত বড়ুয়া ও সুজন বড়ুয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পঞ্চশীল প্রার্থনা করেন সেনিটারী কর্মকর্তা (অবঃ) প্রশান্ত রঞ্জন চৌধুরী।

চীবর দান উপলক্ষে সকাল বেলায় অষ্টপরিস্কারসহ সংঘদান সভায় সভাপতিত্ব করেন ভদন্ত দীপানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন ভদন্ত সংঘমিত্র মহাথের। সভায় বক্তব্য রাখেন প্রবীন সমাজ কর্মী বিজয় দর্শন বড়ুয়া। এই সভায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীন সমাজ কর্মী হরিপদ বড়ুয়া। সন্ধ্যায় মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কারাগারে নিহত জাতীয় চার নেতার উদ্দেশ্যে পুন্যদান করা হয়।